Jhil-Mil Telecom (Xerox) & Service
Nazmul Islam

Latest News


আপনারা যারা কম্পিউটার এ উইন্ডোস সেভেন অপারেটিং সিস্টেম বাব্যাহার করেন ,তাদের জন্য দুঃসংবাদ। বন্ধ হতে চলেছে আপনার সাধের উইন্ডোস সেভেন অপারেটিং সিস্টেম এর অফিসিয়াল সাপোর্ট। “Official support Windows 7 is going to end on March’2020 ” -Said Microsoft.
Windows 7 Support End
মাইক্রোসফট জানিয়েছে দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া ‘উইন্ডোজ সেভেন’ অপারেটিং সিস্টেম এবার তুলে নেওয়া হবে । ২০০৯ সালের জুলাইয়ে বাজারে এসেছিল উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম। আমরা জানি ইউজারদের জন্য কম্পিউটারের অপারেটিং সিস্টেম বদল করা কঠিন হতে পারে, তাই মাইক্রোসফটের তরফে জানিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় কী পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে, জিজ্ঞাস্য কিছু থাকলে সরাসরি যোগাযোগ করা যাবে মাইক্রোসফটের সঙ্গে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০-র ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যাবে উইন্ডোজ ৭। মার্চের ১৪ থেকে এই অপারেটিং সিস্টেমের সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হবে। তাই ২০২০-র মার্চের আগেই কম্পিউটার থেকে সরিয়ে ফেলতে হবে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম। ইতিমধ্যেই ৮০ কোটি গ্রাহক নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করছেন। উইন্ডোজ ৭ উঠে গেলে উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা মাইক্রোসফট কর্তৃপক্ষের।

উইন্ডোস ৭ বন্ধ হলে কি কি অসুবিধে হবে।

আপনি যদি এখনও ‘উইন্ডোজ সেভেন’ ব্যবহার করেন, তবে আপনার কাছে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার জন্য সময় রয়েছে প্রায় এক বছর। যদি আপনি ‘OS’ আপগ্রেড না করেন তবে মাইক্রোসফট সফটওয়্যার আপডেট থেকে শুরু করে নানা ধরণের প্রযুক্তিগত সহায়তা এবং কোনও ধরণের নিরাপত্তা বিষয়ের ক্ষেত্রে আপডেট বন্ধ করে দেবে। যে কোন কাজ সম্পন্ন করতে ব্যহত হবে আপনার কম্পিউটার।

সফটওয়্যার জগতের এই সংস্থা জানিয়েছে, “আপনার কম্পিউটারের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট ছাড়াই যদি উইন্ডোজ সেভেন চালিয়ে যেতে চান তাহলে ভাইরাস এবং ম্যালওয়ারের ক্ষেত্রে আপনার কম্পিউটার ঝুঁকির মুখে পড়বে, খারাপও হয়ে যেতে পারে কম্পিউটার।”

কি পরামর্শ দিলো মাইক্রোসফট ।

কম্পিউটারের ‘OS’ উইন্ডোজ টেনে বদলে ফেলার জন্য পরামর্শ দিয়েছে সংস্থা। তবে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ টেন সাপোর্ট না করে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। যা যথেষ্ট খরচ সাপেক্ষ। মাইক্রোসফট আপনার কম্পিউটারের ‘OS’কে উইন্ডোজ টেনে বদল করার জন্য বিস্তারিত কিছু নির্দেশাবলী দেবে বলে জানিয়েছে।

Comments